আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন শুরু
৫ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন ফের শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এর উৎপাদন পুনরায় শুরু হয়। কারখানার কারিগরি বিভাগ সূত্রে জানা গেছে, গত শনিবার ভোরে বয়লার ট্রিপ করে কারখানার উৎপাদন বন্ধ হয়েছিল। স্থানীয় প্রকৌশলীরা ত্রুটি মেরামত করে গতকাল বৃহস্পতিবার ভোর ৪টা থেকে পুনরায় কারখানা চালু করতে সক্ষম হয়। জানা গেছে, সরকারি সিদ্ধান্তে কারখানায় গ্যাস সরবরাহ না থাকায় চলতি বছরের ৯ এপ্রিল থেকে ২৯ আগষ্ট পর্যন্ত প্রায় ৫ মাস কারখানার উৎপাদন বন্ধ ছিল। ৩০ আগষ্ট গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পর উৎপাদন শুরু হলেও গত আড়াই মাসে নানা যান্ত্রিক ত্রুটির কারনে ৬বারে ৩৬দিন কারখানার উৎপাদন বন্ধ হয়। |
« সড়ক দুর্ঘটনা সরাইলে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত »