Main Menu

আশুগঞ্জের চর চারতলায় দু’পক্ষের সংঘর্ষে ৩০আহত

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের উপজেলা শহরের চর চারতলায় আনু সরদারের বাড়ি ও লতিব বাড়ি মধ্যে সোমবার দুপুরে কথা কাটাকাটি নিয়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষে ৩০জন আহত হয়েছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও আশুগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যাক্ষাদর্শী সূএে জানা যায়, সোমবার দুপুরে চরচারতলা গ্রামের আনু সরদারের বাড়ি বাবুল মিয়ার ছেলে হৃদয়ের সাথে ও লতি বাড়ির মিন্টু মিয়ার ছেলে সুমনের সাথে মেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে হাতা হাতিতে রুপ নেয়। এর জের ধরে আজ সোমবার দুপুর দেড়টার দিকে এক পর্যায়ে উভয় পক্ষের  লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পরে ৩০ আহত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় পুলিশ ১০ রাউন্ড কাদানি গ্যাস ছুড়ে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।






Shares