Main Menu

আশুগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

+100%-

প্রতিনিধি॥ “শিশু কন্যার বিয়ে নয়,তারা করবে বিশ্বজয়” এ শ্লোগানকে সামনে রেখে আশুগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেস অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আশুগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ রেলগেইট এলাকায় ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সহস্রাধীক লোক হাতে হাত ধরে দীর্ঘ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
মানববন্ধন শেষে সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে  বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার জাহান, চরচারতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব খান, তারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদল সাদির, মহিলা বিষয়ক কর্মকর্তা রেজিনা আরজু,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাছরিন, ভেটিরিনারী সার্জন তানিয়া আহমেদ, সমবায় কর্মকর্তা আইন উদ্দিন প্রমুখ।

বক্তরা বলেন, অল্প বয়সে শিশু কন্যাদের বিয়ে দিলে তাদের বিকাশে বাধা সৃষ্টি হয়। তাই সকলের উচিত প্রার্প্ত বয়স হলে তাদের বিয়ে দিলে তাদের বিকাশ হয়।






Shares