Main Menu

আশুগঞ্জের শিক্ষকদের কর্মবিরতি, ১৯ হাজার শিক্ষার্থীর পাঠদান বন্ধ

+100%-

প্রতিনিধি॥ প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেনীর মর্যাদা প্রদান ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল বৃদ্ধির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের ২৪৪জন শিক্ষক-শিক্ষিকা গত দু-দিন ধরে কর্মবিরতি পালন করছে। এতে করে ৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৯হাজার শিক্ষার্থীর পাঠদান বন্ধ রয়েছে। আশুগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে গত ২৩ সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হওয়া কর্মবিরতি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আশুগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মনির হোসেন বাবুল জানান, ৩০ সেপ্টেম্বরের মধ্যে আমাদের ১২দফা দাবী সরকার যদি মেনে না নেয় তাহলে ১ অক্টোবর থেকে সর্বস্তরের প্রাথমিক বিদ্যালয়ে তালা লাগানো হবে। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। এ কর্মসূচি সারা দেশে পালিত হচ্ছে।  
এদিকে, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষকরা ক্লাস না নেয়ায় শিক্ষাথীরা শ্রেনী কক্ষে হৈ হুল্লোর করছে । আর শিক্ষকরা অফিস রুমে বসে কর্মবিরতি পালন করছেন।



« (পূর্বের সংবাদ)



Shares