Main Menu

শান্তিপূর্ন নির্বাচনের স্বার্থে প্রধানমন্ত্রী ও বিরোদীদলীয় নেত্রীর সংলাপ জরুরী.ডেন ডাব্লিউ মজিনা

+100%-

আশুগঞ্জঃ-মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেন ডাব্লিউ মজিনা সোমবার বিকেল সাড়ে ৪টায় আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শদনে আসেন। তিনি আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে এসে পৌঁছলে বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এরপর বিদ্যুৎ কেন্দ্রের কনফারেন্সরুমে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকতাদের সাথে এক মতবিনিময় সভায় বিদ্যুৎ কেন্দ্রের বর্তমান অবস্থা ও চলমান বিভিন্ন নতুন নতুন প্রকল্পের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম। মতবিনিময় শেষে তিনি আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত তার প্রতিক্রয়া ব্যক্ত করে বলেন,আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান এবং বলেন,এখানকার আথিতেয়তা খুব ভাল লেগেছে এবং তিনি আশা করেন তার দেশ আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে উন্নত কারিগরী সহায়তাসহ সবধরনের সহযোগিতা করবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী দু,নেত্রীর সংলাপের বসার জন্য তাগিদ দিয়ে যে চিঠি দিয়েছে এবিষয়ে সাংবাদিকদের উপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,দেশ ও দেশের জনগণ, নির্ভরযোগ্য ও শান্তিপূর্ন নির্বাচনের  উপায় বের করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোদীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে সংলাপ জরুরী।এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ডেন ডাব্লিউ মজিনার স্ত্রী গ্রেস ফেনি মজিনা, মার্কিন রাষ্ট্রদূত কার্যালয়ের রাকনৈতিক কর্মকর্তা এন্ড্রি কর্টন,মোঃ নুমান চৌধুরী,ব্রাহ্মনবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল হাসান,আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক প্রমুখ। জানা গেছে আজ রাতে তিনি আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের রেষ্ট হাউজে রাত্রি যাপন করবেন এবং মঙ্গলবার সকালে আশুগঞ্জ নৌবন্দর, আশুগঞ্জ সারকারখানা ও পেট্রোবাংলা পরিদর্শন শেষে আখাউরা স্থললবন্দর ও ঘুর্ণিদুগত এলাকা পরিদর্শনের উদ্দেশে আশুগঞ্জ ত্যাগ করবেন।

 

এ সময় ব্রাহ্মণবাড়িয়া চেম্বার এন্ড কর্মাসের এর সভাপতি তানজিন আহমেদ মার্কিন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।






Shares