Main Menu

সার্জেন্ট মামুনের অপসারনের দাবীতে আশুগঞ্জে সিএনজি চালকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

+100%-

প্রতিনিধি॥ মহাসড়কে ট্রাফিক পুলিশের হয়রানীর প্রতিবাদে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে। বিকেলে উপজেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক ও শ্রমিক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে স্থানীয় গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের রেলগেইট এলাকায় অবস্থান নিয়ে ট্রাফিক সার্জেন্ট মামুনের অপসারন দাবী করে। অটোরিক্সা মালিক ও শ্রমিকরা মহাসড়কের উপর বসে পড়লে ঢাকা-সিলেট মহাসড়কে সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোবারক ঘটনাস্থলে এসে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধের ১ ঘন্টা পর বিকেল ৪টায় তুলে নেয়। অবরোধের ফলে মহাসড়কের উভয় পার্শ্বে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।






Shares