সার্জেন্ট মামুনের অপসারনের দাবীতে আশুগঞ্জে সিএনজি চালকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
প্রতিনিধি॥ মহাসড়কে ট্রাফিক পুলিশের হয়রানীর প্রতিবাদে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে। বিকেলে উপজেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক ও শ্রমিক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে স্থানীয় গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের রেলগেইট এলাকায় অবস্থান নিয়ে ট্রাফিক সার্জেন্ট মামুনের অপসারন দাবী করে। অটোরিক্সা মালিক ও শ্রমিকরা মহাসড়কের উপর বসে পড়লে ঢাকা-সিলেট মহাসড়কে সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোবারক ঘটনাস্থলে এসে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধের ১ ঘন্টা পর বিকেল ৪টায় তুলে নেয়। অবরোধের ফলে মহাসড়কের উভয় পার্শ্বে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। |