Main Menu

ভারত-বাংলাদেশের প্রতিনিধিদলের আখাউড়া-আশুগঞ্জ বন্দর পরিদর্শন

+100%-



প্রতিনিধি : ভারতীয় খাদ্যপণ্য পরিবহনে আশুগঞ্জ নদীবন্দর ও সড়কপথের সমতা যাচাইয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ ও ভারতের যৌথ প্রতিনিধিদল। মানবিক কারণে বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকল চুক্তির আওতায় আশুগঞ্জ নৌ-বন্দর ব্যবহার করে ভারতের ত্রিপুরাসহ সাতটি রাজ্যে আগামী এপ্রিল মাসের শেষ দিক থেকে পরবর্তী তিন মাস সময়ের মধ্যে ১০ হাজার মেট্রিকটন খাদ্যপণ্য নেয়া হবে। সেই পণ্য পরিবহনে আশুগঞ্জ বন্দর ও আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার সড়কপথ যাচাইয়ে রোববার প্রতিনিধি দল আখাউড়া  স্থলবন্দর ও আশুগঞ্জ পরিদর্শন করেন।

সকালে আখাউড়া স্থলবন্দর ও দুপুরে আশুগঞ্জ নৌবন্দর পরিদর্শন শেষে বিআইডব্লিউটিএ’র ভিআইপি জাহাজ তুরাগে একটি যৌথ সভা করে এবং জাহাজে ঘুরে মেঘনা নদীর নাব্যতা পরীা করে প্রতিনিধিদল।যৌথ প্রতিনিধিদলে ছিলেন ভারতীয় আইডব্লিউটিএ’র পরিচালক এম.কে.সাহা, আইডব্লিউটিএ’র সচিব শ্রী প্রদীপ কুমার সাহা ও ভারতীয় ফুড কর্পোরেশনের জেনারেল ম্যানেজার শ্রী কল্যাণী চক্রবর্তী। এছাড়া বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন নৌমন্ত্রনালয়ের যুগ্ম সচিব ভোলানাথ দে, সড়ক ও জনপথ মন্ত্রনালয়ের উপসচিব চন্দন কুমার রায়, বিআইডবিউটি’র সচিব মো. শহিদুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র বালাদেশের প্রধান প্রকৌশলী জুলহুদ্দিন আহমেদ, বিআইডব্লিউটিএ’র পরিচালক আবুল বাশার (নৌ সংরন ও পরিচালন) ও তত্ত্ববাধায়ক প্রকৌশলী মইদুল ইসলাম, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান (বীর প্রতিক), সাংগঠনিক সম্পাদক হাজী মো. নাজমুল হোসাইন হামদুসহ ১০ জন। তবে এই পরিদর্শনের বিষয়ে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদলের কেউ সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজি হননি।






Shares