ভারত-বাংলাদেশের প্রতিনিধিদলের আখাউড়া-আশুগঞ্জ বন্দর পরিদর্শন
সকালে আখাউড়া স্থলবন্দর ও দুপুরে আশুগঞ্জ নৌবন্দর পরিদর্শন শেষে বিআইডব্লিউটিএ’র ভিআইপি জাহাজ তুরাগে একটি যৌথ সভা করে এবং জাহাজে ঘুরে মেঘনা নদীর নাব্যতা পরীা করে প্রতিনিধিদল।যৌথ প্রতিনিধিদলে ছিলেন ভারতীয় আইডব্লিউটিএ’র পরিচালক এম.কে.সাহা, আইডব্লিউটিএ’র সচিব শ্রী প্রদীপ কুমার সাহা ও ভারতীয় ফুড কর্পোরেশনের জেনারেল ম্যানেজার শ্রী কল্যাণী চক্রবর্তী। এছাড়া বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন নৌমন্ত্রনালয়ের যুগ্ম সচিব ভোলানাথ দে, সড়ক ও জনপথ মন্ত্রনালয়ের উপসচিব চন্দন কুমার রায়, বিআইডবিউটি’র সচিব মো. শহিদুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র বালাদেশের প্রধান প্রকৌশলী জুলহুদ্দিন আহমেদ, বিআইডব্লিউটিএ’র পরিচালক আবুল বাশার (নৌ সংরন ও পরিচালন) ও তত্ত্ববাধায়ক প্রকৌশলী মইদুল ইসলাম, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান (বীর প্রতিক), সাংগঠনিক সম্পাদক হাজী মো. নাজমুল হোসাইন হামদুসহ ১০ জন। তবে এই পরিদর্শনের বিষয়ে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদলের কেউ সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজি হননি। |