Main Menu

ধর্মঘটের কারণে আশুগঞ্জ থেকে ৭ জেলায় তেল সরবরাহ বন্ধ

+100%-

প্রতিনিধি : পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটের কারণে  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৭ জেলায় সরবারহ বন্ধ রয়েছে।

আশুগঞ্জ পদ্মা ওয়েল কোম্পারি ডিপো থেকে ট্যাঙ্কলরি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা ও গাজীপুর জেলায় জ্বালানি তেল সরবারাহ বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে যানবাহনের চালকরা।  

পদ্মা ওয়েল কোম্পানির আশুগঞ্জ ডিপোর ডিপো ইনচার্জ আহসান হাবিব জানান, প্রতিদিন আশুগঞ্জ ডিপো থেকে ১ লাখ ৫০ হাজার লিটার ডিজেল, ৩৫ হাজার লিটার কেরোসিন তেল ব্রাহ্মণবাড়িয়াসহ ৭ জেলায় সরবারহ করা হয়। কিন্তু পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের ধর্মঘটের কারণে এসব জেলার জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

ব্রাক্ষবাড়িয়া ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন মোল্লা  জানান, অবিলম্বে তাদের দাবি না মানা হলে অনিদিষ্টকালের জন্য ধর্মঘট প্রত্যাহার করা হবে না।






Shares