১০ ডিসেম্বর আশুগঞ্জ মুক্ত দিবস
১০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তি বহিনী, মিত্র বাহিনী ও সেনা সদস্যরা যৌথভাবে হানাদার বাহিনীকে তাড়িয়ে দিলে শত্রুমুক্ত হয় আশুগঞ্জ।
জানা যায়, আশুগঞ্জকে মুক্ত করার যুদ্ধে নেতৃত্ব দেন তৎকালীন লে. কর্নেল কে.এম সফিউল্লাহ, লেফটেন্যান্ট মো. মোর্শেদ ও মেজর নাসিরসহ আরও অনেকে।
আশুগঞ্জকে মুক্ত করতে গিয়ে পাক হানাদারদের সঙ্গে যুদ্ধে শহীদ হন সুবেদার মেজর সিরাজুল ইসলাম, ল্যান্স নায়েক আব্দুল হাই, সিপাহী কফিল উদ্দিন।
১৯৭১ সালের ৯ ডিসেম্বর থেকে আশুগঞ্জে পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ শুরু হয়। প্রায় দুই দিন তুমুল যুদ্ধের পর ১০ ডিসেম্বর বিকেল থেকে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক সেনারা পিছু হটে।
পাক বাহিনী আশুগঞ্জ থেকে পালিয়ে কিশোরগঞ্জের ভৈরবে যাওয়ার পথে মেঘনা নদীর ওপর নির্মিত রেল সেতুটির একাংশ ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়। এতে সেতুটির দুটি স্প্যান ভেঙে নদীতে পড়ে যায়। ১০ ডিসেম্বর রাতে আশুগঞ্জ সম্পূর্ণ শত্রুমুক্ত হয়।
দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার স্থানীয় মুক্ত দিবস উদযাপন কমিটি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।