শুল্ক প্রদান:: ট্রানজিটের মাধ্যমে ১২১ টন রড গেল ত্রিপুরায়
ডেস্ক ২৪:: শুল্ক দিয়ে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরায় শুরু হয়েছে ভারতীয় পণ্য পরিবহন। সোমবার দুপুরে এ পরিবহন কাজ শুরু হয়। ইতোমধ্যে ভারতীয় রড বোঝাই একটি ট্রেইলর ও ৩টি ট্রাকে করে ১২১ টন রড ত্রিপুরায় পৌঁছছে। ত্রিপুরা থেকে এসব রড দেশটির সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে পৌঁছান হবে।
আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম জানান, সকাল ৯টার দিকে ১২১ টন রড নিয়ে একটি ট্রেইলর ও তিনটি ট্রাক আশুগঞ্জ নৌবন্দর ছেড়ে যায়। পরে দুপুরে আখাউড়া স্থলবন্দরে কাস্টমসের আনুষাঙ্গিক কাজ শেষে ত্রিপুরা রাজ্যের রাজধানীয় আগরতলায় প্রবেশ করে। বাকি পণ্যগুলো (রড ও চাল) পর্যায়ক্রমে ত্রিপুরায় পৌঁছে দেওয়া হবে।
আশুগঞ্জ নৌবন্দর সূত্রে জানা যায়, ১৯৭২ সালের বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকল (পিআইডব্লিউটিটি) সংশোধিত চুক্তির আওতায় চলতি বছরের ১৬ জুন থেকে নিয়মিত ট্রান্সশিপমেন্ট কার্যক্রম শুরু হয়। চুক্তির আওতায় গত ৪ সেপ্টেম্বর ভারতের কলকাতার ক্ষিদিরপুর বন্দর থেকে এমভি মাস্টার সুমন-১ নামে জাহাজটি ৬৪৮ টন রড ও ৩৩৮ টন ভারতীয় চাল নিয়ে আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশে ছেড়ে আসে। পরে জাহাজটি ১৬ সেপ্টেম্বর জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে। ভারতীয় এসব পণ্য পরিবহনে কাজ করছে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান আনবিস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। আনবিস ডেভেলপমেন্ট কোম্পিানি লিমিটেড আশুগঞ্জের স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিসিসির মাধ্যমে ত্রিপুরায় পণ্য পরিবহন শুরু করছে।