Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশনে স্থানীয় যোগ্য নাগরিকদের নিয়োগ দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

+100%-

প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড এ বিভিন্ন পদে স্থানীয় যোগ্য নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে আশুগঞ্জ সচেতন এলাকাবাসী।

সোমবার দুপুরে আশুগঞ্জে প্রেক্লাবের হলরুমে সচেতন এলাকাবাসীর পক্ষে বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ছফিউল্লাহ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।

লিখিত বক্তব্যে ছফিউল্লাহ উল্লেখ করেন, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড এ শিল্প আইন ও প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ৩০ শতাংশ স্থানীয় যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়ার কথা থাকলেও বর্তমান নিয়োগের ক্ষেত্রে এই শর্ত পূরণ করা হচ্ছে না। এছাড়াও কোন কোন ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের জাতীয়ভাবে ঘোষিত কৌটাও অনুসরন করা হচ্ছে না। যার কারনে এলাকায় বেকার যুব সমাজের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তাই আগামী ৭ দিনের মধ্যে শিল্প আইন ও প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ৩০ শতাংশ স্থানীয় যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়ার বিষয়ে গুরুত্ব সহকারে পদক্ষেপ না নিলে পরবর্তিতে কঠোর কর্মসূচী নেয়া হবে বলে জানানো হয়।

এসময় সংবাদ সম্মেলনে আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাউদ্দিন, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউল করিম খান সাজু, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধূরী, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. মোবারক আলী চৌধূরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. শাহিন শিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো. আতাউর রহমান কবির, উপজেলা যুবলীগ এর সাবেক সভাপতি মো. মুনির শিকদার সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






Shares