Main Menu

নব বর্ষবরণ :: জমকালো আয়োজনে আশুগঞ্জের ইউএনও – ইলিশ দিয়ে আপ্যায়ন আমন্ত্রিত অতিথিদের

+100%-

2016_0ডেস্ক ২৪:: বৃহস্পতিবার সকালে বাংলা নববর্ষ উপলক্ষে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।এ বর্ষবরণ অনুষ্ঠানে ইলিশ এবং শুটকি দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ।

ইলিশের প্রজনন সময় হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নববর্ষে তার খাবার ম্যানুতে ইলিশ রাখেননি।এ জন্য এলাকায় চলছে মিশ্র প্রতিক্রিয়া।

চাঁদপুর থেকে আনা ইলিশ ও প্রায় ১০ রকমের ভর্তা ও ভাজি দিয়ে প্রায় ২শতাধিক লোকজনকে আপ্যায়ন করানো হয়।

আশুগঞ্জ উপজেলার বর্ষবরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফেরদৌসি আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা মকবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো নাছির আহমেদ প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য কোনো নেতাকে দেখা যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ জানিয়েছেন, আসলে আমাদের মাছগুলো আগে থেকে কেনা। এ ইলিশগুলো কোল্ড স্টোরেজের। এ সময় দেড় মন ইলিশ কেনা কোনভাবেই সম্ভব নয়। আশুগঞ্জের কয়েকজন ব্যবসায়ী কিছু ইলিশ ঢাকার কোল্ড স্টোরেজ থেকে ইলিশ নিয়ে আসলে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু ইলিশ রেখে দেই। এর পরিমান কোনভাবেই দেড়মনের কাছাকাছি নয়।





Shares