ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১, সড়ক অবরোধ
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাসচাপায় কালসুম (১৬) নামরে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বগইর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। কুলসুম বগইর এলাকার আইয়ুব আলী মিয়ার মেয়ে। এসময় উত্তেজিত জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দিলে মহাসড়কে প্রায় আধাঁঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল খাটি হাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, বিকালে কুলসুম ঢাকা-সিলেট মহাসড়কের রাস্তার পাশ দিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এসময় সিলেটগামী মিলন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের ফুটপাতে গিয়ে কুলসুমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কুলসুমের মৃত্যু হয়। তাৎক্ষনিকভাবে এলাকাবাসী দৌড়ে বেড়তলা এলাকায় গিয়ে বাসটিকে আটক করে এবং আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিসের লোকজন ও এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে বাসটির আগুন নিয়ন্ত্রনে আনে। বাসটি মহাসড়কের পাশে হওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধাঁ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করে।
তিনি আরো জানান, এ ঘটনার পর পরই চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের কাউকেই গ্রেপ্তার করা যায়নি।