বস্তায় ওজনে কম ও বণিজ্যিক কর্মকর্তাকে প্রত্যাহার দাবি
আশুগঞ্জ সার কারখানা থেকে সাত জেলায় সার সরবরাহ বন্ধ
জানা যায়, সারের বস্তায় ওজনে কম দেয়া, নিম্নমানের সার সরবরাহ, কারখানার জি,এম কমার্শিয়াল মোঃ হাবিবুর রহমানের অপশোরণ-এর দাবিতে গতকাল ৩০ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে সার সরবরাহ অনির্দিষ্টকালের জন্য সাত জেলায় বন্ধ করে দিয়েছে ডিলাররা। জেলাগুলো হলো : ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, কুমিল্লা, নেত্রকোনা, চাঁদপুর, হবিগঞ্জ ও সুনামগঞ্জ।
কারখানা কর্তৃপক্ষ ও ডিলারগণের কাছ থেকে জানাযায়, গ্রীষ্ম মওসুমে গ্যাস সংকটের কারণে গত কয়েক বছর যাবত ৬/৭ মাস কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। যার কারণে গত ২০১১-১২ অর্থ বছর থেকে চলতি বছর পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আমদানি করা ইউরিয়া সার ৭ জেলার ডিলারদের মাঝে সরবরাহ করা হচ্ছে। আমদানি করা এসব ইউরিয়া সারের প্রতি বস্তায় ৫০ কেজি থাকার কথা থাকলেও প্রকৃতপক্ষে প্রতি বস্তায় সার ওজনে কম পাওয়া যাচ্ছে। সম্প্রতি নিম্ন মানের সার ও বস্তায় ওজন কম পাওয়ার বিষয়টি প্রমাণ পান জেলা প্রশাসনের তদন্ত কমিটি। এসব নিম্নমানের সার কারখানা থেকে সরবরাহ নিয়ে কৃষকদের কাছে বিক্রি করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে ডিলারদের। এছাড়া এসব বিষয় নিয়ে কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) হাবিবুর রহমান কারখানার অধীনস্থ ডিলারদের প্রতিনিধি ও পরিবহন ঠিকাদারদের সাথে অসধাচরন করছেন বলে ডিলারগণ অভিযোগ করেন।
বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা প্রশাসক ও বিসিআইসি কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হলে কর্তৃপক্ষ প্রথমে হাবিবুর রহমানকে প্রত্যাহার করলেও গতকাল মঙ্গলবার আবারও তাকে স্বপদে বহাল করা হয়। যার কারণে আজ বুধবার সকাল থেকে আশুগঞ্জ সার কারখানা থেকে ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ৭৪৮ জন ডিলার তাদের বরাদ্দকৃত সার উত্তোলন বন্ধ রেখেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সার সমিতির সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন জানান, কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মাধ্যমে ডিলাদের মাঝে সারের বস্তায় ওজনে কম ও নিম্ন মানের সার সরবরাহ দেয়া হচ্ছে। আমদানি করা সারের বস্তায় ৫ কেজি থেকে ১০ কেজি পর্যন্ত কম পাওয়া যাচ্ছে। এসব সার সরবরাহ নিয়ে বিপাকে পড়ছে ডিলারগণ আর প্রতারিত হচ্ছে কৃষক। তাছাড়া এই কর্মকর্তা কারখানার অধিনস্থ ডিলারদের প্রতিনিধি ও পরিবহন ঠিকাদারদের সাথে অসধাচরন করছেন। তাই তাকে প্রত্যাহার না করা হলে কারখানা থেকে সার উত্তোলন বন্ধ রাখবে ডিলাররা। এব্যাপারে কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করে হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। আশুগঞ্জ সারকারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম বাকি জানান, বর্তমানে ডিলারগণ কারখানা থেকে সার সরবরাহ বন্ধ রেখেছে। বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে।