আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিটের উৎপাদন শুরু
দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্রে যান্ত্রিক ত্রটির কারণে বন্ধ থাকা ৪টি ইউনিটের মধ্যে দুটির উৎপাদনে এসেছে।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুম সুত্র জানায়, মঙ্গলবার বিকাল ৫টায় ২০মিনিটে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৪টি ইউনিটের উৎপাদন একযোগে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো হল, ৬৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট-১, ৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট, ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিসিপি ইউনিট এবং ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট-৫। তবে রাতে ও সকালে মেরামত শেষে ৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট ও ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট-৫ পুনরায় উৎপাদনে আসে।
এ ব্যাপারে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক(কারিগরী)প্রকৌশলী মো.ইয়াকুব আলী জানান, দুটি ইউনিট উৎপাদনে এসেছে আর বাকি দুটি দ্রুতই উৎপাদনে আসবে।