বর্ধিত সভায় বক্তারা
আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি বাতিল করে দ্রæত সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির ঘোষনার দাবি
নিজস্ব প্রতিবেদক\১৫ এপ্রিল অনুষ্ঠিত আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী ছফিউল্লাহ মিয়া, যুগ্ম-আহবায়ক হানিফ মুন্সীসহ উপস্থিত সকল নেতাদের প্রতি অনাস্তা জানিয়েছেন আওয়ামীলীগের নেতা-কর্মীরা। সেই সাথে আহবায়ক কমিটিকে বিলুপ্ত করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির ঘোষনা দাবি জানিয়েছেন তারা।
শনিবার বিকেলে শহরের পূর্ব বাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমানের অফিসে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বর্ধিত সভায় এ আহবান জানান বক্তারা। এ ছাড়া গ্রাম পুলিশ সদস্য ভানু চন্দ্র দাসের হত্যাকারীদের দ্রæত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। দ্রæত বিচার বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাবার হুমকি দিয়েছেন তারা। সভায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির অধিকাংশ সদস্যরাই উপস্থিত ছিলেন বলে জানান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদ।
সভায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক কমিটির সদস্য ও দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল করিম খাঁন সাজু, আলহাজ্ব মোবারক আলী চৌধূরী, গিয়াস উদ্দিন বাদল, শাহিন শিকদার, সালাহউদ্দিন, আলহাজ্ব আমির হোসেন, মতিউর রহমান সরকার, চর চারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ূব খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সরকার, সদর ইউনিয়ন আওয়াম লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন মিয়া, তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন-অর রশিদ, সাধারণ সম্পাদক রকিবুল হাফেজ রাসেল, লালপুর ইউনিয়ন আওয়াম লীগের সভাপতি মোর্শেদ মাষ্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, তারুয়া ইউনিয়ন আওয়াম লীগের সভাপতি ইদ্রিস হাসান চেয়ারম্যান, আড়াইসিধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, শরীফপুর ইউনিয়ন আওয়াম লীগের সভাপতি শরীফ হোসেন, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈফউদ্দিন চৌধুরী, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসাইন, বন্দর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান বকুল, আওয়ামী লীগ নেতা শামসু মিয়াজি, তপন বকশি, উপজেলা যুবলীগ নেতা আতাউর রহমান কবীর, মনির হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক শাহ-আলম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু মোসা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন ফরহাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি, ছাত্রলীগ নেতা এখলাদ শিকদার বাবুসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভাটি স ালনা করেন উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক কমিটির সদস্য এস.এম তোফায়েল আলী।