আশুগঞ্জে সেতুর রেলিং ভেঙে খালে ট্রাক, প্রাণ গেল শ্রমিকের
আশুগঞ্জ উপজেলায় সেতুর রেলিং ভেঙে লবণবোঝাই একটি ট্রাক খালে পড়েছে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে দুলাল (৪৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২১ মে) বিকেল ৫টার দিকে উপজেলার সোনারামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল শেরপুর জেলার শ্রবরদী উপজেলার টাঙ্গরপাড়া এলাকার শেরু মিয়ার ছেলে। তিনি আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত সড়কে চলমান চারলেন প্রকল্পের শ্রমিক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, বিকেলে সিলেট অভিমুখী একটি লবণবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোনারামপুর এলাকার সেতু থেকে নিচে পড়ে যায়। এতে সেতুর পাশে কাজ করতে থাকা চারলেন প্রকল্পের শ্রমিক দুলাল ট্রাকটির নিচে চাপা পড়েন। পরে ট্রাকের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
« সাংবাদিক রোজিনা ইসলাম গ্রেপ্তারের প্রতিবাদে সরাইল প্রেসক্লাবের মানববন্ধন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইল সরকারি রাস্তা ও খাল দখল , দুর্ভোগে ৫ হাজার পরিবার »