আশুগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলগেইট এলাকার শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকালে উপজেলার রেলগেইট এলাকা থেকে শুরু করে মাছবাজার পর্যন্ত এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাউদ্দিন উপস্থিত ছিলেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার জানান, উপজেলার রেলগেইট এলাকায় দীর্ঘদিন যাবত শতাধিক স্থাপনা তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিল কিছু অসাধু ব্যক্তিরা। এই অবৈধ স্থাপনার কারনে ঢাকা-সিলেট মহাসড়ক ও আশুগঞ্জ বাজারে যাওয়ার রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এতে পথচারী ও মহাসড়কের স্বাভাবিকভাবে যান চলাচল ব্যাহত হয়। অবৈধ স্থাপনাকারীদের লিখিতভাবে অনেকবার এই স্থাপনা সড়িয়ে নিতে নোটিশ করা হলেও তারা কর্ণপাত করেন নি। পরে একটি উচ্ছেদ মামলাও করা হয়। এতেও তারা স্থাপনা না সড়িয়ে নিলে জনস্বার্থে এই স্থাপনা সড়িয়ে নিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। শতাধিক অবৈধ স্থাপনা সড়িয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক ও আশুগঞ্জে বাজারে যাওয়ার রাস্তাটি দখল মুক্ত করা হয়। আশুগঞ্জের সকল অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে।