আশুগঞ্জে পরিবেশ সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর পানি দূষণমূক্ত করতে“পরিবেশ সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আশুগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পরিবেশ ও বন মন্ত্রনালয়ের চট্টগ্রাম বিভাগের পরিচালক মো মকবুল হোসেন।
আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রনালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান আকন্দ, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজিব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সারোয়ার মাহবুব, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, আশুগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মেজবাহ উদ্দিন তারুয়া ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস হাসান প্রমূখ।
কর্মশালায় মেঘনা নদীর পানি দূষণজনিত মানচিত্র তৈরি করা এবং ঢাকা ওয়াসাকে পানি শোধন সংক্রান্ত দিক নির্দেশনা দেয়া হয়।