আশুগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে গ্রামপুলিশ নিহত
আশুগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে ভানু লাল চন্দ্র (৩৫) নামে এক গ্রাম পুলিশ নিহত হয়েছেন।
শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার তালশহর-বাহাদুরপুর সড়কে এই ঘটনাটি ঘটে। নিহত ভানু লাল চন্দ্র তালশহরের হরি চরন দাশের ছেলে। সে তালশহর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশে চাকরী করতেন।
তালশহর ইউনিয়নের চেয়ারম্যান আবু সামা মিয়ার ছেলে আমির হোসেন জানান, সকালে চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ির জ্বালানী তেল আনতে চালকের সাথে ভানু লালকে পাঠানো হয়। গাড়িটি তালশহর-বাহাদুরপুর সড়ক হয়ে আশুগঞ্জ যাচ্ছিল। সড়কটি হয়ে কিছুদূর যাওয়ার পর কয়েকজন যুবক গাড়িটি লক্ষ্য করে এলোপাথারী গুলি চালিয়ে পালিয়ে যায়। এসময় একটি গুলি ভানু লালের মাথায় বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরো জানান, নির্বাচনের বিরোধ নিয়ে আগে থেকেই বিভিন্ন হুমকী ধামকী দেয়া হচ্ছিল। এরই জের ধরে হয়তো আমরা গাড়িতে আছি মনে করেই গুলি চালানো হয়েছে। ভানু লাল হামলাকারীকে চিনে ফেলার কারনেই তাকে হত্যা করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের কেউ ছাড় পাবে না।