Main Menu

আশুগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ:: ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ব্যহত:: আহত ৫০

+100%-

resize_1430122992ডেস্ক ২৪:: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা ও মৈশার গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৫০জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ, জেলা সদর ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের প্রায় দুই ঘন্টা পর পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের উপর সংঘর্ষ চলায় প্রায় দুই ঘন্টা পর মহাসড়কে যান চলাচল শুরু হয়। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে অন্তত ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন খড়িয়ালা এলাকায় একটি দোকানের সামনে সিএনজিচালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে বাক-বিতণ্ডা হয়।এরই জের ধরে দুপুর সাড়ে ১২টার উভয় গ্রামের লোকজন দ্রেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুগঞ্জ থানা ও জেলা থেকে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌছে বিপুল পরিমান কাদানী গ্যাস ও রাবার বুলেট ছুড়ে সংঘর্ষের প্রায় ২ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।






Shares