আশুগঞ্জে আওয়ামী লীগের সম্মেলনকে নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ারর আশুগঞ্জে এক ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসন থেকে এই ১৪৪ ধারা জারি করা হয়। দুপুর ২টা থেকে রাত ১২ পর্যন্ত উপজেলার লালপুর ইউনিয়ন ও এর আশ পাশের এলাকায় এই ১৪৪ ধারা অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা জায়, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী ছফিউল্লাহ ও যুগ্ম আআহবায়ক-২ হানিফ মুন্সি দু ভাগে বিভক্ত। ছফিউল্লাহ গ্রুপ (২১ এপ্রিল) শুক্রবার বিকালে লালপুর ইউনিয়নে আওয়ামীলীগ এর সম্মেলন করে। পাশাপাশি শুক্রবার (২৮ এপ্রিল) বিকালে হানিফ মুন্সি গ্রুপ পালটা একটি সম্মেলনের ডাক দেয়। এই সম্মেলনকে কেন্দ্র করে উপজেলাজুড়ে উত্তেজনা দেখা দেয়। এমতাবস্থায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে উপজেলা প্রশাসন লালপুর ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল কায়ছার ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত লালপুর ও এর আশ পাশের এলাকায় এই ১৪৪ জারি থাকবে।
« গরীব অসহায় ব্যাক্তিদের জন্য সরকারি খরচে আইনজীবি নিয়োগ করে মামলা পরিচালনা করছি – জেলা ও দায়রা জজ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইলে গ্রে-হাউন্ড কুকুরের ছানা হারিয়েছে »