আশুগঞ্জে ভিডিও কনফারেন্সে শিক্ষা মন্ত্রী
অবসরের পর শিক্ষকদের কারও দ্বারে দ্বারে ঘুরতে হবে না
শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি বলেছেন অবসর গ্রহন করার পর শিক্ষকদের কারও কাছে ঘুরতে হবে না। এসময় তিনি আরও বলেন অনলাইনে আবেদন করার পর নির্ধারিত সময়ে স্ব স্ব আবেদনকারি ব্যাংক একান্ডে প্রাপ্ত অর্থ চলে যাবে। তিনি সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে এই কথা বলেন। এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান সরকারের এই যুগান্তকারি পদক্ষেপ গ্রহন করার জন্য তিনি শিক্ষা মন্ত্রীকে ধন্যবাদ জানান। আর আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মৌসুমি বাইন হীরা ভিডিও কনফারেন্সে আশুগঞ্জ উপজেলাকে সম্পৃক্ত করায় তিনি শিক্ষা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
শিক্ষা মন্ত্রনালয় নিয়ন্ত্রিত বেসরকারি শিক্ষক কর্মচারি কল্যাণ ট্রাষ্ট ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারি অবসর সুবিধা বোর্ডে উদ্যোগে আয়োজিত ঢাকা ব্যানবেইস সম্মেলন কক্ষ থেকে ২০১৮ সালে পবিত্র হজ্ব গমেনচ্ছু শিক্ষক কর্মচারিদের কল্যাণ ও অবসর সুবিধা অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি ভিডিও কনফারেন্সে মাধ্যমে সোমবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদ মোহাম্মদ কমাল, আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী বাইন হীরা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, আশুগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, ও উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।