Main Menu

আশুগঞ্জে গাঁজাভর্তি প্রাইভেটকার চাপায় হোটেল শ্রমিক নিহত:: ২০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট মোস্তাক গ্রেফতার

+100%-

sdআশুগঞ্জ  সংবাদদাতা :: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় প্রাইভেটকারের চাপায় মিলন মিয়া (২৭) নামে ১ হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে।মিলন অাশুগঞ্জের ১টি হোটেলে কাজ করতেন। তিনি কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকার ওয়াহেদ আলীর ছেলে।এ ঘটনায় মোস্তাক আহমেদ ফয়সাল (২৮) নামের এক মাদক পাচারকারীকে ২০ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। মোস্তাকের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে, বাড়ি বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের অাব্দুল্লাহপুর গ্রামে।

অাশুগঞ্জের রওশন অারা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে আজ শনিবার (২৯ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর পাঁচটায় মাদক থাকতে পারে সন্দেহে ঢাকাগামী একটি প্রাইভেটকারের পিছু নেয়া হয়। প্রাইভেটকারটি পুলিশের ধাওয়া খেয়ে দ্রুতগতিতে পালাতে গিয়ে আশুগঞ্জ রেলগেট এলাকায় ফুটপাতের উপরে উঠে যায়। এ সময় ফুটপাতে দাঁড়িয়ে থাকা পথচারী মিলন চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় প্রাইভেটকার থেকে নেমে চালকসহ তিনজন পালিয়ে গেলেও মাদক সম্রাট মোস্তাক পুলিশের হাতে গ্রেফতার হন।  মোস্তাক বিজয়নগর উপজেলার আব্দুল্লাহ পুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে হবিগঞ্জের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় ১০/১২টি অস্ত্র, মাদক ও ডাকাতি মামলা রয়েছে।
সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মাদক দ্রব্য আইনে দুইটি মামলা হয়েছে।

 






Shares