আশুগঞ্জে সরকারি উন্নয়ন প্রকল্প কাজ পরিদর্শন শেষে ইউএনও মৌসুমী বাইন হীরা
কাজের গুনগত মান সঠিক না হলেই বিভাগীয় ব্যবস্থা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী বাইন হীরা বলেছেন সরকারী কাজের গুনগত মান সঠিক না হলে সাথে সাথে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এই সময় তিনি প্রকল্প সংশ্লিষ্ঠদের যথা সময়ে দ্রুত সরকারী উন্নয়ন কাজ গুলো বাস্তবায়ন করার নির্দেশ প্রদান করেন। তিনি বুধাবার দুপুরে আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ সদর ইউনিয়ন ও শরীফপুর ইউনিয়নে বেশ কয়েকটি বাস্তবায়িত সরকারি উন্নয়ন প্রকল্প কাজের পরিদর্শন করেন। এই সময় তিনি সাংবাদিকদের বলেন সরকারী প্রকল্প গুলোর জন্য প্রাপ্ত বরাদ্দ সঠিক ভাবে ব্যবহার সঠিক ভাবে হয় কি না, তার জন্য তিনি তথ্য ও উপাত্ত দিয়ে স্থানীয় গনমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম,শরীফপুর ইউপি চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী, উপজেলা নিবার্হী কর্মকর্তার গোপনীয় সহকারী মো. কামরুল ইসলাম ও আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে সদস্য মো. সুরুজ মিয়া ও ছানাউল্লাহ মিয়া প্রমুখ।