আশুগঞ্জ নৌবন্দর পরিদর্শনে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান
বিআইডব্লিউটিএ’ র চেয়ারম্যান কমান্ডার গোলাম সাদেক বলেছেন, আশুগঞ্জ নৌবন্দরকে আধুনিক বন্দর হিসেব গড়ে তোলাই সরকারের উদ্দেশ্য। আর সে লক্ষ নিয়েই এই বন্দরের উন্নয়ন কাজ হচ্ছে।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা সংকট দূর করার কথাও জানান।
পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ’ র বন্দর পরিচালক কাজী ওয়াকিল নেওয়াজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাজেদুর রহমান, সমন্বয় কর্মকর্তা সেলিম শেখ, সহকারী পরিচালক মামুনুর রশিদ, সহকারী সমন্বয় কর্মকর্তা কাজী কামাল উদ্দিনসহ বিআইডব্লিউটি এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও আশুগঞ্জ নদীবন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
« শফিকুল ইসলাম কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত (পূর্বের সংবাদ)