আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে চাতাল শ্রমিক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে সাইদুর নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোরে আশুগঞ্জ স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
সাইদুর আশুগঞ্জ উপজেলার আলমনগর এলাকার শাপলা রাইস মিল নামের একটি চালকলে কাজ করতেন।
বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে (জিআরপি) পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইদুরের লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আশুগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, আজ ভোরে আশুগঞ্জ স্টেশনের কি-ম্যান মো. স্বপন মিয়া রেললাইন চেক করতে গিয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে লাশটি দেখতে পান। স্বপন বিষয়টি তাঁকে (রফিকুল) জানান। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন।
এ বিষয়ে নিহত সাইদুরের ভাই হাবিব জানান, সোমবার সন্ধ্যায় সাইদুর শাপলা চালকল থেকে আশুগঞ্জ বাজারে যাওয়ার কথা বলে বের হন। এরপর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে আশুগঞ্জ স্টেশনের কাছে সাইদুরের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাঁকে খবরটি দেয়।
ব্রাহ্মণবাড়িয়া জিআরপির সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, লাশটি দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, ট্রেনের নিচে কাটা পড়েই মৃত্যু হয়েছে। পূর্ণাঙ্গ ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। ময়নাতদন্ত শেষে লাশ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে।