Main Menu

নাসিরনগরে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

মাদক ও সন্ত্রাস কখনো পুলিশের বন্ধু হতে পারে না: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পিপিএম(বার)

+100%-
এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা মডেল থানার হল রুমে গতকাল বুধবার সকালে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। নাসিরনগর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পিপিএম(বার), বিশেষ অতিথি সরাইল সার্কেল সিনিয়র পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ফকির। উম্মে সালমা,সহকারী কমিশনার(ভূমি) নাসিরনগর। জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী। উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিপ পান্না। জেলা পরিষদ সদস্য ফারুকুজ্জামান, রেবা খানম। উপজেলা আওয়ামীলীগ সভাপতি রাফি উদ্দিন। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম। এ ছাড়াও উপস্থিত ছিলেন ১৩ টি ইউনিয়নের চেয়ারম্যান ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ শওকত।
প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার বলেন,আমি যুদ্ধ করব মাদকের সাথে,আমি যুদ্ধ করব জঙ্গী গোষ্ঠীর সাথে, আমি যুদ্ধ কর সন্ত্রাসের সাথে। আমি এসেছি জনগনকে সাথে নিয়ে মাদক,সন্ত্রাস ও জঙ্গী নিয়ন্ত্রন করতে। পুলিশ জনগনের বন্ধু। মাদক ও সন্ত্রাস পুলিশের কখনো বন্ধু হতে পারে না।





Shares