Main Menu

নাসিরনগরের ড্রেজার শ্রমিক অগিদগ্ধ :: ঢাকায় মৃত্যু

+100%-

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর ::  জেলার নাসির নগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামের ড্রেজার শ্রমিক মোঃ আনিছ মিয়ার ছেলে মোঃআল আমিন(১৯)র ঢাকা মেডিকেলে মৃত্যুর খবর পাওয়া গেছে ।

somoy--bondor-agun--20160203142858হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ধর্মপুর গ্রামে গিয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় নারী পুরুষ সকল ¤্রনেী পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়,মার্চে মোঃ আল আমিন ও প্রতিবেশী মোঃ সফু মিয়া মাঠির কাজ করতে ড্রেজার নিয়ে প্রতিবেশী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ধর্মপুর গ্রামে কাজের সন্ধানে চলে যায়।২৫ মার্চ তারা দুজনে মিলে ধর্মপুর গ্রামের মোঃ তাহের মিয়া ও মোঃ মস্তু মিয়ার গর্তে ড্রেজার দিয়ে মাটি ভরাট করছিল।বিকালে আল আমিন পাম্পের চুলা দিয়ে রান্না করতে বসে ।এ সময় চুরায় পাম্প দিয়ে দিয়ে রান্নার চুলা বিস্পোরিত হয়ে আল আমিনের গায়ে আগুন ধরে যায়। আল আমিনের চিৎকারে প্রতিবেশী মোঃ শান্ত মিয়া, মোঃ আছকির মিয়া (সাবেক মেম্বার),মোঃ মস্তু মিয়া ,মোঃ কডু মিয়া,মোঃ জিয়া উদ্দিন,মোঃ নজরুল ইসলাম,পল্লী চিকিৎসক মোঃ সফিকুল ইসলাম,মোঃ কাজল মিয়া,মোঃ মনু মিয়া,রেবেকা ,রাজিয়া ও তার সহ কর্মী মোঃ সফু মিয়া প্রায় শতাধিক নারী পুরুষ দৌড়ে এসে আল আমিনের গায়ের আগুন নিভাতে সক্ষম হয়।ততক্ষণে আল আমিনের শরীরের অনেকাংশ আগুনে ঝলসে যায়।

মারাত্বক আহত আল আমিন কে ধর্ম পুর গ্রামের মোঃ কাজল মিয়া ও মোঃ মনু মিয়া তাৎক্ষনিক নাসিরনগর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বিÑবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করেন ।সেখান থেকে তাকে কে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়া হয়। মঙ্গলবার সকাল প্রায় ১০ ঘটিকার সময় চিকিৎসারত অবস্থায় ঢাকা মেডিকেলে আল আমিনের মৃত্যু হয় বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে ।

স্থানীয় চেয়ারম্যান মোঃ আবুল হোসেন সহ পারিবারিক সুত্র আরো জানায়, সেখানে আল আমিনের ময়না তদন্ত শেষে নিজ গ্রামে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে লাশের দাফন সম্পন্ন হবে।






Shares