Main Menu

নাসিরনগরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

+100%-

20160825_115959মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়ীয়াঃ- বৃহস্পতিবার সারা দেশের ন্যায় ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী বা হিন্দু ধর্মাম্বলীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। এ উপলক্ষে এক বিশাল শোভা যাত্রা উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় গৌরমন্দির প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হন।

সনাতন শাস্ত্র মতে দুষ্টের দমন করে, সাধুদের রক্ষা করতে আজ থেকে ৫ হাজার ২৩৯ বছর আগে ভারতের মথুরায় ভ্রাদ্র মাসের রোহীনি নক্ষত্রের অষ্টম দিনে মামা কংশের কারাগারে পৃথিবীতে আভির্ভূত হন শ্রীকৃষ্ণ। মামা কংশের কারাগারে জন্ম নিয়ে ও অলৌকিক ভাবে বেচে যান তিনি। তার পিতার নাম ছিল বসু দেব,আর মা দেবুকি। বসু দেব ও দেবুকির ঘরে জন্ম নিয়ে ও লালিত পালিত হন নন্দঘোষ ও যশোদার ঘরে । যৌবনে প্রেম করে বিয়ে করেন সম্পর্কে মামি আয়াম ঘোষের স্ত্রী রাধিকাসুন্দরীকে। শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে সাড়াদেশে ঘোষনা করা হয় সরকারী ছুটি। দিন টিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে সনাতন ধর্মাম্বলীরা।






Shares