নাসিরনগরে তাণ্ডব : দুই মামলায় আসামি ২৪০০
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুদের ঘর-বাড়ি ও মন্দিরে ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন মামলার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়াটোয়েন্টিফোরডটকম কে বলেন, রবিবারের হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নির্মল চৌধুরী ও কাজল জ্যোতি দত্ত বাদী হয়ে সোমবার নাসিরনগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। মামলাদুটিতে অজ্ঞাত ২৪০০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে পুলিশ নয়জনকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গচিত্র করে পোস্ট দেয়ার অভিযোগে আটক রসরাজ দাসের ফাঁসির দাবিতে রোববার দিনভর উত্তাল ছিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা। এ সময় হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বিক্ষোভকারীরা। এছাড়া অন্তত ৩০টি বাড়িঘর ও ৬টি মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।