নাসিরনগরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন আইসিআরসি’র ও বিডিআরসিএস’র প্রতিনিধি’র নেতৃত্বে একটি দল
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সম্প্রতি সংঘটিত সাম্প্রদায়িক হামলা, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দির ভাংচুরে মানবসৃষ্ট দূযোর্গ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণের জন্য পর্যবেক্ষন ও পরিদর্শন করেন আইসিআরসি’র পক্ষ থেকে একটি প্রতিনিধি দল।
আইসিআরসি থেকে আগত ইকোসেক ফিল্ড অফিসার থুইহ্লামং এবং বিডিআরসিএস’র প্রতিনিধি ফারজান আক্তারের নেতৃত্বে গতকাল বুধবার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জায়েদুল হক, সেক্রেটারী এডঃ এমদাদুল হক চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমান পাঠান, শামীমা আক্তার রিনা, সহকারী পরিচালক (ইউএলও) আব্দুল করিম, প্রশিক্ষক সাহিদুল ইসলাম অপু ও নাসরীন হাওলাদার শিশির প্রমুখ।।প্রেস রিলিজ
« এই দেশ হিন্দু-মুসলিম সবার (পূর্বের সংবাদ)