নাসিরনগরে এক গ্রাম পুলিশকে মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগ
নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃÑ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের এক গ্রাম পুলিশকে মিথ্যা নির্যাতন মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রাম পুলিশের নাম মোঃ সরল খা (৩৮)। তার পিতার নাম মৃত- আব্দুল খাঁ।
জানা গেছে প্রতিবেশীর সাথে পূর্ব শত্রুতা ও মারামারির ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ওই মিথ্যা নারী নির্যাতন মামলা দায়ের করে। ওই ঘটনায় সরল খাঁ বাদি হয়ে ২৭ অক্টোবর তারিখে নাসিরনগর থানায় সাধারণ ডায়েরী নং ৯৬৮রুজু করে। অভিযোগ ও থানার মামলা সূত্রে জানা গেছে ২৩ অক্টোবর দুপুর দেড় ঘটিকায় সময় গ্রামপুলিশ সরল খাঁ ভাজিনী শান্তনায় টিউবয়েলের পানি আনে যায়। ওই ঘরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশি কদিনী রেহেনা বেগম তার লোকজন মিলে শান্তাকে মারপিট করে গুরুতর আহত করে। ওই ঘটনায় শান্তার মা ছালেহা বেগম বাদি হয়ে ৫জনকে আসামী করে নাসিরনগর থানার মামলা নং৩২রুজু করে। মামলার পর। মামলার পর ষড়যন্তকারীদের পরামর্শে গ্রাম পুলিশ মোঃ সরল খাঁ (৩৮) কে হয়রানির উদ্দেশে মাকসুদা বেগম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া নারী ও নির্যাতন ট্রাইব্যুানালে মিথ্যা মামলা রুজ করে। মাকসুদা বেগমের সাথে যোগাযোগ করে এ মামলা সম্পর্কে জানতে চাইলে তিনি কোন কথা বলতে নারাজ। এবিষয়ে হরিপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জামালি মিয়ার সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্র মূলক। মামলার তদন্তকারী কর্মকর্তা মহিউদ্দিন সুমন জানান মামলাটির সুষ্ঠ তদন্ত চলছে।