নাসরিনগর উপজলো ছাত্রলীগরে র্যালী ও আলোচনা সভা
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর:: জেলার নাসরিনগর উপজলো ছাত্রলীগরে উদ্যোগে ২১ আগষ্ট গ্রনেডে হামলা ও ১৫ আগষ্ট জাতীয় শোক দবিস উপলক্ষ্যে রোববার সকাল ১১ঘটিকায় এক শোক র্যালী অনুষ্ঠতি হয়।
র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শষেে ইউনয়িন পরষিদ মলিনায়তনে উপজলো ছাত্রলীগ নেতা নাসরি উদ্দনি রানার সভাপতত্বিে এক আলোচনা সভা অনুষ্ঠতি হয়। সভায় প্রধান অতথিি ছলিনে উপজলো চয়োরম্যান এটএিম মনরিুজ্জামান সরকার। বশিষে অতথিি উপজলো আওয়ামীগ সভাপতি ডাঃ রাফউিদ্দনি আহম্মদে, উপজলো ভাইস চয়োরম্যান অঞ্জন কুমার দবে, উপজলো মহলিা ভাইস চয়োরম্যান সয়ৈদা হামদিা লতফি পান্না, সাবকে উপজলো চয়োরম্যন লঃে অব গোলাম নুর, ইউসসিি চয়োরম্যন প্রদীপ কুমার রায়, সদর ইউপি চয়োরম্যান আব্দুল হাসমে, উপজলো আওয়ামীলীগ দপ্তর সম্পাদক সুজতি কুমার চক্রর্বতী, উপজলো যুবলীগ সাধারন সম্পাদক আমনিুল ইসলাম বলোয়তে।
বক্তব্য রাখনে আওয়ামীলীগ নতো বশরি আল হলোল, অরুন জ্যোতি ভট্টার্চায্য, আসাদুজ্জামান চৌধুরী, মোঃ ফারুক ময়িা, দরবশে ময়িা, ছাত্রলীগ নতো অমর ভট্টর্চায্য সুমন, মোস্তাক আহাম্মদে, আসকিুর রহমান চৗেধুরী, এড মীর রাসলে, সুভ ছদ্দিকিী, কাওছার আহাম্মদে, ছোয়াব আহাম্মদে প্রমুখ।