Main Menu

ঐক্যফ্রন্ট হতে নমিনেশন ফরম কিনলেন বকুল খান

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে:: একাদশ জাতীয় সংসদ নির্বাচন ব্রাহ্মণবাড়ীয়া-১ ,(নাসিরনগর) আসন হইতে স্বাধীনতার পর কুন্ডা ইউনিয়ন হইতে এই সর্বপ্রথম কোন ব্যক্তি এমপি নমিনেশন প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম ক্রয় করলেন।

গত ১৩ নভেম্বর বিকাল ৪ টায় ঘটিকার সময় নমিনেশন ফরম ক্রয় করেন তিনি। ২৩ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) থেকে নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামের কৃতি সন্তান মো: বকুল খানের মনোনয়ন ক্রয়ে গ্রামে বইছে আনন্দের জোয়ার।
নাসিরনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ বকুল খান ২৩ দলীয় জোট ঐক্যফ্রন্ট হতে মনোনয়ন ফরম কেনায় কুন্ডা ইউনিয়ন বাসীরা গর্ববোধ করছে এবং কুন্ডা ইউনিয়ন সর্বস্থরের জনগন মোঃ বকুল হোসেন খান কে অভিনন্দন জানিয়েছেন। মোঃ বকুল খান নাসিরনগর উপজেলা সর্বস্থরের জনগনের নিকট দোয়া প্রার্থী ।