নাসিরনগর সোনাতোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভগ্নদশা : যে কোন সময় দূর্ঘটনার সম্ভাবনা
মোঃ আব্দুল হান্নান নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া ঃ জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে বেহাল দশা বিরাজ করছে । ভাটি অঞ্চল নামে খ্যাত পল্লীর প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন গ্রাম সোনাতলা । যাতায়াতের জন্য বার মাস নৌকাই একমাত্র মাধ্যম । মঙ্গলবার সরজমিনে সোনাতলা গ্রামে গিয়ে কথা হয় প্রধান শিক্ষক সনজিব কুমার দাসের সাথে। তিনি জানান ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এ স্কুলে বর্তমানে প্রায় ৩৫০ জন ছাত্র ছাত্রী পড়াশুনা করছে । ৪ জন শিক্ষক/শিক্ষিকা কর্মরত আছেন । দেখা যায় ঘরের চালের টিনগুলো ফুটোও ভেঙ্গে গেছে। স্কুলের দেয়াল ফাঁটল সৃষ্টি হয়েছে শ্রেণী কক্ষের সংকটের কারনে প্রাক প্রাথমির শ্রেণীর ছাত্র/ছাত্রীদের গাছের নীচে খোলা জায়গায় ক্লাশ করতে হয়। তিনি জানান বৃষ্টিতে ভিজে অনেক প্রয়োজনীয় কাগজপত্রাদি নষ্ট হয়ে গেছে। যে কোন সময় দেয়াল ধ্বসে বড় ধরণের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে । স্কুলের এই জীর্ণ দশার কারণে এবং দুর্ঘটনার ভয়ে অনেক ছাত্র/ছাত্রীরা স্কুলে আসতে চাচ্ছে না । কক্ষ হয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও গোয়ালনগর ইউপির মহিলা সদস্য মোছাঃ তাছলিমা বেগম আক্ষেপের সাথে বলেন দল ক্ষমতায় থাকার পরেও তার প্রিয়নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা ভাঙ্গা ঘরের ভেতর সাজিয়ে রাখা হয়েছে । তিনি বলেন স্কুলটি পুনঃসংস্কার ও মেরামতের জন্য বহু জায়গায় তদবীর করেও কোন লাভ হয় নি । ছাত্র/ছাত্রীদের পড়াশুনার দিক চিন্তা করে স্কুলটি পুনঃমেরামতের জন্য এলাকাবাসী উর্ধ্বতন কতৃপক্ষের সু দৃষ্টি কামনা করছে ।