কসবা উপজেলা আওয়ামীলীগের নেতাদের আয় বর্হিভূত সম্পদ অর্জনের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন
খ.ম.হারুনুর রশীদ ঢালী:: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পৌর এলাকার শাহপুর গ্রামের পিতা মৃতু মোরশেদ কাজীর পুত্র ও কসবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম ও তার বড় ভাই তাহসিন কাজীর বিরুদ্ধে এক অভিযোগের প্রেক্ষিতে তাদের জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের তদন্ত করছেন দুর্নীতি দমন কমিশন সমম্বিত জেলা কার্যালয় কুমিল্লা। গত ৫ নভেম্বর ২০১৪ইং স্বারক নং-দুদক/সজেকা/কুমিল্লা/২৫৫২ সৈয়দ আতাউল কবির উপ-সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন সমম্বিত জেলা কার্যালয় কুমিল্লা কর্তৃক কসবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম ও তার বড় ভাই তাহসিন কাজীর জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের সুষ্ঠ তদন্তের স্বার্থে তাদের দুই ভাইয়ের বক্তব্য শ্রবণ ও গ্রহণ করার প্রয়োজনে নোটি করেছেন। নোটিশে বলা হয়েছে আগামী ১৯ নভেম্বর ২০১৪ইং তারিখে ১০ঘটিকায় রোড নং-৪,বাড়ী নং-৪,ব্লক-এফ,সেকশন-৪,হাউজিং এস্টেট,কুমিল্লায় হাজির হওয়ার জন্য দুই ভাইকে অনুরোধ করেছেন। নির্ধারিত সময়ে দুই ভাই উপস্থিত হতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ/কার্যক্রম পরিচালিত হবে নোটিশে উল্লেখ্য করেন। এই নোটিশের সংবাদ নিয়ে সারা কসবায় সরগম হয়ে উঠেছে। গত শনিবার কসবা থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ মনির হোসেন জানান উপরোক্ত নোটিশটি অভিযোগকারীদের কাছে জারি করেছেন । এই দিকে শনিবার বিকালে মোবাইল ফোনে কাজী আজহারুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান এই বিষয়ে আমার কোন মন্তব্য নেই তবে আমি গত ১৩ নভেম্বর নোটিশ পেয়েছি বলে জানান।