নাসিরনগরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে অপহরণ নাটক অতঃপর উদ্ধার
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া(প্রতিনিধি)ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাই গ্রামের মামলার বাদীনিকে লুকিয়ে রেখে ২৬ জনের নামে অপরহণ মামলা দায়েরের পর বাদীনিকে উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী প্রত্যক্ষদুশী ও পুলিশ সূত্রে জানা গেছে চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাই গ্রামের কালাম, আলামিন ও অহিদ মিয়ার মাঝে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ নারী নির্যাতন, এসিড, ধর্ষন,চাঁদাবাজি ও অপহরণের মত একাধিক মামলা মোকদ্দমা চলে আসছিল। ১৬ জুলাই ২০১৪ তারিখে খুশনাহার বেগম, স্বামীমৃত আব্দুর রশিদ বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে কালাম ও আলামিনের নামে অন্য একটি মামলা রুজু করে। মামলার পর তার ভাসুর অহিদ মিয়াসহ তার লোকজন বাদীনি খুশনাহারকে রাতের অন্ধকারে অন্যত্র সড়িয়ে দেয়। পরে বাদীনি খুশনাহারকে অপরহণ ও গুম করা হয়েছে বলে তার ভাসুর অহিদ মিয়া বাদী হয়ে ২৬ জনের নামে অপহরণ মামলা রুজু করে। মামলার পর থেকে বাদীনিকে খুঁজতে থাকে এলাকার লোকজন ও পুলিশ। অবশেষে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে চাতলপাড় পুলিশ পাড়ির পরিদর্শক কাজী মোঃ জাহাঙ্গীর আলম ভৈরব থেকে অপহরণ হওয়া খুশনাহারকে উদ্ধার করতে সক্ষম হয়। এ বিষয়ে জাহাঙ্গীর আলমের সাথে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন উদ্ধার হওয়া খুশনাহারকে আদালতে সোপর্দ করা হয়েছে।