নাসিরনগরে একটি বিদ্যালয়ে আগুন ॥ মালামাল পুড়ে ছাই
সংবাদদাতা॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বাঘী-কঠুই নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে বেঞ্চ,টেবিল,আলমিরাসহ জরুরি কাগজপত্র। পুলিশ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম মল্লিক জানায়, এলাকাবাসীর সহযোগিতায় সেচ্ছাশ্রমে নির্মিত নির্জন পল্লীতে প্রতিষ্ঠিত বাঘী-কঠুই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের একটি টিনসেট ঘরে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে পূর্বশত্রুতার জের ধরে আগুন দিয়ে আসবাপত্রসহ অন্যান্য মালামাল পুড়িয়ে দিয়েছে । ঘরটিরও চারদিকের টিন-কাঠ পুড়ে গেছে। আগুনে বিদ্যালয়ের প্রায় ৬ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে । বিদ্যালয়ের পার্শ্ববর্তী বাড়ির লোকজন প্রথমে আগুন দেখতে পায় । পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। সংবাদ পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন।
উপজেলা নির্বার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,শিক্ষাপ্রতিষ্ঠানের আগুন দেয়ার বিষয়টি দুঃখজনক ।