নাসিরনগরে লাশের গাড়িতে ডাকাতি। সাংবাদিক আহত
মোঃ আব্দুল হান্নান, প্রতিনিধি:: নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ সোমবার রাত্র ৯ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বাঘী ও বিটুইর মধ্যবর্তী স্থানে লাশের গাড়িতে ডাকাতি ও ডাকাতের কবলে পরে সাংবাদিক আহত হওয়ায় ঘটনা ঘটেছে। জানা গেছে দৈনিক সকালের খবরের সাব এডিটর ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের মোঃ সোহরাব হোসেন শান্ত এর ছোট ভাই মোঃ বদিউল আলম শাকিব(১২),বঙ্গবঙ্গু মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন। এ¤ু^লেন্স যোগে লাশ বাড়িতে নিয়ে আসার সময় বিটুই ও বাঘীর মধ্যবর্তী স্থানে রাত্র ৯ টায় ডাকাতের কবলে পরে লাশবাহী এ¤ু^লেন্স। ওই সময় ডাকাতরা লাশের গাড়িতে থাকা দৈনিক সকালের খবরের সাব এডিটর মোঃ সোহরাব হোসেন শান্তকে মারপিট করে আহত করে তার পকেটে থাকা নগদ ৯ হাজার টাকা, মোবাইল সেট এবং সাথে থাকা আরো ৭ জনের নিকট থেকে ৭টি মোবাইল সেট ও আনুমানিক ২০ হাজার টাকা নিয়া যায়। জানা গেছে ওই সময় কুন্ডা,ভলাকুট রাস্তায় দায়িত্বে ছিলেন নাসিরনগর থানা পুলিশের এস আই মোঃ ফজলুল হক। ডাকাতির কবলে পরা লোকজন জানায় ওই সময় পুলিশ রাস্তায় পাহাড়া না দিয়ে কুন্ডা বাজারে চা-ষ্টলে বসা ছিল। এ বিষয়ে এস আই মোঃ ফজলুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি চুরি, ডাকাতি কিছুই না। রাত্র সাড়ে দশটার সময় ঘটনা। আমরা খোজ নিয়ে দেখছি। এ বিষয়ে নাসিরনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ওই ঘটনায় আফজল খাঁ এবং নাদিম নামে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রকৃত ঘটনা খোজে বের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।