নাসিরনগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ আহত ৫০
মোঃ আব্দুল হান্নান,নাসির নগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়াল নগর ইউনিয়নের কদমতলী গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মাঝে ৪ ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ প্রায় ৫০ আহত হয়।
ঘটনার বিবরনে জানা গেছে , ওই গ্রামের ইট মিলের সর্দার হাছন আলীর ছেলে মোঃ এরশাদ মিয়ার কাছে একই গ্রামের শ্রমিক মোঃ সাদ্দাম মিয়া, দেলোয়ার মিয়া , ইব্রহিম মিয়া, রিটন মিয়া, আব্দুর রশিদ, শাকিল মিয়া মিলের তাদের শ্রমের ২০ হাজার টাকা পেত ।
১২ মে সোমবার সকাল ৮টায় তারা তাদের পাওনা টাকা চাইতে গেলে এরশাদ মিয়া ক্ষেপে গিয়ে তাদের উপর চড়াও হয় ।এ সময়ে উভয়ের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় ।
সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা ৪ ঘন্টাব্যপী সংঘর্ষে নারী পুরুষ সহ প্রায় ৫০ জন আহত হয়েছে । আহতদের মাঝে মোঃ সোহেল মিয়া, মোঃ বোরহান মিয়া, সাবিনা বেগম, আলফিনা বেগম ,হাছন আলী , কালাম , জবান আলী, ছিদ্দিক মিয়া, মেরাজমিয়া, হানিফ মিয়া, সামসু মিয়া কে নাসিরনগর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে ।
মুমূর্ষ জিয়াউর রহমান, এখলাছ মিয়া, দিলু মিয়া, জিলু মিয়া, সুমন মিয়া, রিটন মিয়া ও খায়েস মিয়া কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে ।
চাতলপাড় তদন্তকেন্দ্রের আই সি মোঃ জাহাঙ্গীর আলম জানান ,পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৩ রাউন্ড ফাঁকাগুলি ছুড়েছেন। এ রির্পোট লেখা পর্যন্ত থানা কোন মামলা হয়নি বলে জানান থানা কর্তৃপক্ষ ।