Main Menu

মন্ত্রী এড. ছায়েদুল হকের নির্বাচনী আচরন বিধি লঙ্গন : নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দাখিল

+100%-

প্রতিনিধি :  ২৩ মার্চ রোজ রবিবার, ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ২১ মার্চ বিকাল ৪ ঘটিকার সময় বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এডঃ ছায়েদুল হক নাসিরনগর সদরে ১ হাজার মেঃ টন  ধারণ ক্ষমতা  সম্পন্ন খাদ্যগুদাম উদ্ভোধনকালে দলীয় প্রার্থীদের পক্ষে সাধারণ ভোটারদের কাছে ভোট চেয়ে তাদের বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান,বলে অভিযোগ করেছেন,স্থানীয় বিএনপি,বিজেপি সহ অনেকেই। তাছাড়া ও ২২ মার্চ তার নিজ বাড়ি পূর্বভাগে জান,মার কবর জিয়ারতে। সেখানে ও নাকি এমনই কাজ করেছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন এ প্রতিনিধিকে জানান,সকালে পুর্বভাগ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জানু মিয়ার নেত্রীত্বে এক মিটিং বসে। আওয়ামীলীগ সর্মতিত প্রার্থীর পক্ষে সরাসরি টেবিলের উপর ভোটপ্রদানের নির্দেশ দেন। বিকেলে সেখানে গিয়ে হাজির হয়ে তাতেও সমর্থন দেন মন্ত্রী। এ বিষয়ে জানু মিয়ার সাথে তার মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেনি। জানা গেছে নির্বাচনী তফছিল ঘোষনার পর কোন এমপি.মন্ত্রী এলাকায় থাকতে পারবেন না। মন্ত্রীর এমন আচরনের কারণে বি এন পির প্রার্থী এম এ হান্নান ১৮ মার্চ নির্বাচন কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। মন্ত্রীর এমন কার্যকলাপে সাধারণ ভোটারদের মাঝে আতংক বিরাজ করছে এবং নির্বাচন সুষ্ঠ হবে না বলে জানান বিএনপির সর্মতিত প্রার্থী এম এ হান্নান ও মোঃ আহসানূল হক মাষ্টার।






Shares