Main Menu

নাসিরনগরে দুই দলের প্রার্থী ঘোষনা,বি এন পির এক গ্রুপ মানেনা

+100%-

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর ,ব্রাহ্মণবাড়িয়াঃব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর  উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ ও বি এন পি দুই দলইপৃথক পৃথক প্রার্থীতা ঘোষণা করেছে । ঘোষনাকৃত  প্রার্থীদের মাঝে রয়েছে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ টি এম মনিরুজ্জামান সরকার (উপজেলা চেয়ারম্যান) উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব (ভাইস চেয়ারম্যান) সৈয়দা হামিদা লতিফ পান্না(মহিলা ভাইস চেয়ারম্যান),অপর দিকে বি এন পি থেকে উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক এম এ হান্নান (উপজেলা চেয়ারম্যান) সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন (ভাইস চেয়ারম্যান) লুৎফুন্নাহার পাপিয়া কে (মহিলা ভাইস চেয়ারম্যান) ঘোষনা করা হয়েছে।আওয়ামীলীগ গত ১৬ ফেব্রুয়ারী ঢাকা মাননীয় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এডঃ মোঃ ছায়েদুল হকের  বাস ভবণ থেকে দলীয় নেতা কর্মীদের নিয়ে পরামর্শ শেষে এ ঘোষনা দেন। অপরদিকে ১৭ ফেব্রুয়ারী উপজেলা বি এন পির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান তার নাসিরনগর বাস ভবনে বসে দলীয় নেতাকর্মীদের নিয়ে পরামর্শ করে তিনজন কে এ ঘোষনা দেওয়ার সাথে সাথেই  উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ ওমরাও খান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ ছোয়াব খান তাদের লোকজন নিয়ে মিছিল শুরু করে ॥ এ ঘোষনা মানিনা,মানবনা। তারা এ ঘোষনা বাতিল করে সঠিক সিদ্বান্ত নেওযার অনুরোধ করেন। এ বিষয়ে ওমরাও খান ও ছোয়াব খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তারা জানান,আমরা মিছির করে দাবী জানিয়েছি কিন্তু প্রার্থী ঘোষনা দিয়েই সভাপতি ঢাকার উদ্দেশ্যে চলে গেছেন। অপরদিকে ১৯ দলীয় জোটের পক্ষে কেন্দ্রীয় বিজেপির ভাইস চেয়ারম্যান বর্তমান উপজেলা চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসানূল হক মাষ্টারও  আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন।






Shares