Main Menu

নাসিরনগরে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হককে গণসংবর্ধনা

+100%-

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত পুর্ণমন্ত্রী। ব্রাক্ষণবাড়িয়া-১ নাসিরনগরের পাঁচ বারের নির্রাচিত সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আওয়ামীলীগের প্রবীণ, সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক কে গণ সংবর্ধনা দিয়েছে নাসিরনগরের সর্বস্তরের জনগণ। শনিবার নাসিরনগর উপজেলা ছিল মন্ত্রী বরণের ব্যাপক প্রস্তুতি। মন্ত্রীকে বরণ করতে সমস্ত উপজেলা ছিল সাজ সাজ রব। উপজেলার বিভিন্ন রাস্তাঘাটে তৈরি করা হয় বিভিন্ন রংবেরংগের আকর্ষণীয় বিভিন্ন গেইট। সাটানো হয় বিভিন্ন ব্যানার পোষ্টার ও বিলবোর্ড। উপজেলা পরিষদ মাঠে তৈরি করা হয় বিশাল আকারের প্যান্ডেল। সকাল থেকে বিভিন্ন রাস্তাঘাটে ফুলের তোরা নিয়ে সারিবদ্ধ হয়ে দাড়িয়ে থেকে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, ছোট ছোট শিশু ও দলীয় নেতাকর্মীরা। দুপুর দেড় ঘটিকায় মন্ত্রী প্রবেশ করেন নাসিরনগর সদরে। মন্ত্রী বরণকে কেন্দ্র করে নাসিরনগর বাসীর মাঝে বয়ে চলে আনন্দের বন্যা। বেলা ৩ ঘটিকায় শুরু হয় মন্ত্রী বরণ ও আলোচনা অনুষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠন,নাসিরনগর শাপলা মৎস্যজীবি সমিতির পক্ষে মন্টু দাস, সাধারণ সম্পাদক নন্দলাল দাস,দলীয় নেতাকর্মীরা মঞ্চে মন্ত্রীকে ফুলের তোরা, অপরদিকে উপজেলা আওয়ামীলীগের পক্ষে স্বর্ণের নৌকা দিয়ে মন্ত্রীকে বরণ করেন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফি উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পদক এ টি এম মনিরুজ্জামানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আশুগঞ্জের মৎস্য ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিন দুলাল। প্রধান অতিথি তার বক্ততৃতার প্রারম্ভেই মহান আল্লাহর দরবারে মোনাজাতের মাধ্যমে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন সততা ও ইমানের সাথে বিনা পয়সায় তার উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। পর পর পাঁচ বার নাসিরনগর বাসী তাকে সংসদ সদস্য নির্বাচিত করায় ধন্যবাদ জানান উপজেলা বাসীকে। তিনি আরো বলেন দেশনেত্রী শেখ হাসিনা নাসিরনগরকে যে সম্মান দিয়েছে এ জন্য নাসিরনগর বাসী গর্বিত। তিনি নাসিরনগর বাসীর গ্যাস সহ সমস্ত দাবী দাওয়া পূরনের আশ্বাস প্রদান করেন।






Shares