নাসিরনগরে ক্ষুদে ডাক্তারদের স্বাস্থ্যসেবা প্রদান
মাহবুব খান বাবুল
জাতীয় ফাইলেরিয়াসিস নিমূর্ল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম কমসূর্চীর আওতায় ক্ষুদে ডাক্তার কর্মকৌশল বাস্তবায়নের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার নাসিরনগর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়ার সভাপতিত্বে প্রধান শিক্ষক এবিএম সালেমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া । বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ জামাল উদ্দিন । উপজলা স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের উদ্যোগে কর্মসূর্চীর আওতায় বিদ্যালয়ের ১৫ জন শিশু শিক্ষার্থীকে ক্ষুদে ডাক্তার হিসেবে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রাপ্ত ওই ক্ষুদে ডাক্তাররা বিদ্যালয়ের পাচঁ শতাধিক শিক্ষার্থীর উচ্চতা,ওজন ও চোখের পরীক্ষা নিরীক্ষা করেন।
« পাঁচ ভাইয়ের মধ্যে কে সন্তানের পিতা জানেই না স্ত্রী রাজো (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সুচিত্রা সেনের মৃত্যুতে নাগরিক ফোরামের শোক »