Main Menu

নাসিরনগর- ছাতিয়াইন সড়কে প্রায়দিনই কেউ না কেউ ডাকাতির শিকার হচ্ছে

+100%-
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-ছাতিয়াইন সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে।  ডাকাতরা ২/৩টি সিএনজি,একটি মাইক্রো ও প্রাইভেটকার আটক করে যাত্রীদের নগদ টাকা ও মোবাইল ফোন সেট সহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিলেও পীরজাদার মালামাল ফেরত দিয়ে �চোরে শুনে না ধর্মের কাহিনী’ এ প্রবাদটি যেন মিথ্যায় প্রমানিত হল এক্ষেত্রে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার  রাত ৯টার দিকে  উপজেলার  ফান্দাউক � আতুকুড়ার এলাকার মধ্যবর্তী স্থানে। ডাকাতির শিকার যাত্রীরা জানান, রাত ৯টার দিকে ৮/১০জনের এক দল ডাকাত রাস্তায় ব্যারিকেট দিয়ে ২/৩ টি সিএনজি, ১টি মাইক্রো ও ১টি প্রাইভেটকার আটকিয়ে যাত্রীদের মারধর করে তাদের কাছ থেকে নগদ টাকা,  মোবাইল ফোন সেট সহ অন্যান্য মালামাল নিয়ে  ডাকাতরা পালিয়ে যায়।  ডাকাতির কবলে পড়েন নাসিরনগর উপজেলার ফান্দাউক দরবার শরীফের পীরজাদা সৈয়দ মইনউদ্দিন আহমেদ। ডাকাতরা তার ও মুরিদানদের  কাছ থেকে নগদ টাকাসহ মোবাইল ফোন সেট  নিয়ে যায়। পরে তিনি ফান্দাউক দরবার শরীফের পীরজাদা মরহুম সৈয়দ মোঃ মাসুম সাহেবের ছেলে পরিচয় দিলে ডাকাতরা তাদের কাছ থেকে লুটে টাকাসহ অন্যান্য মালামাল ফেরত দেয়। এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল কাদের  বলেন, ডাকাতির ঘটনার কেউ অভিযোগ করেনি। উ�েল্লখ্য এই সড়কে প্রায়দিনই কেউ না কেউ ডাকাতির শিকার হচ্ছে ।





Shares