সমকাল পত্রিকার নাসিরনগর উপজেলা প্রতিনিধির আইডি হ্যাক




আইডি হ্যাক হওয়া নিয়ে কথা হলো মুরাদ মৃধার সাথে। তিনি বললেন, ‘খুবই চিন্তায় আছি। কোনোভাবেই আইডিটা ফেরত নিতে পারছি না।’ ভক্ত ও ফেসবুক অনুসারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার আইডিতে ৫ হাজার বন্ধুসহ প্রায় ১ হাজার ৫শত ফলোয়ার আছেন। তাঁদের জন্য খারাপ লাগছে। তাঁরা যেন বিভ্রান্ত না হন, এই অনুরোধ করছি।’
আইডি হ্যাক হওয়া নিয়ে কবি আল ইমরানের সাথে কথা হলে তিনি বলেন,মুরাদ মৃধা একজন সুপরিচিত ও স্বনামধন্য সাংবাদিক। তাঁর মতো একজন ফেসবুক সেলিব্রিটির আইডি হ্যাক হওয়া খুবই দুঃখজনক। আশা করছি প্রশাসন এ বিষয়ে আশানুরূপ আইনানুগ ব্যবস্থা নিবেন।
« আশুগঞ্জে গ্লাস নির্মিত মসজিদ পরিদর্শন করেন কাতারের দাতা সদস্যগন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কসবায় পিক আপ ভ্যানসহ ২২০কেজি গাঁজা জব্দ »