Main Menu

আশুগঞ্জে গ্লাস নির্মিত মসজিদ পরিদর্শন করেন কাতারের দাতা সদস্যগন

+100%-

আশুগঞ্জ প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খারাসাড়ে নব নির্মিত বাংলাদেশের একমাত্র গ্লাস নির্মিত মসজিদ পরিদর্শন করেন কাতারের দাতা সদস্যগন।

শুক্রবার দুপুরে খাড়াসারের গ্লাস নির্মিত মসজিদে জুম্মার নামাজ আদায় করে মসজিদ পরিদর্শন করেন কাতার চ্যারিটির পরিচালক ফাউজিয়া মোহাম্মদ ও মুনা ইউসুফ, কাতার চ্যারিটির বাংলাদেশ কান্টি ড্রাইরেক্টর ডাঃ মোহাম্মদ আমিন হাফিজ।

এসময় আরো উপস্থিত ছিলেন খাড়াসারের কৃতি সন্তান জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর- যুগ্ম পরিচালক মাসুদ আলম, তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সামা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, আশুগঞ্জের সদর ইউনিয়নে খাড়াসার গ্রামে ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যায়ে ৬ শতাংশ জমির উপর আড়াই হাজার বর্গফুটের দ্বিতল বিশিষ্ট মসজিদটি খাড়াসারের কৃতি সন্তান জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর যুগ্ম পরিচালক মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং গ্রামবাসীর সহযোগীতায় নির্মিত হয়।






Shares