মন্দিরে হামলা: নাসিরনগরে তদন্ত করতে যাচ্ছে বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধিদল
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল। শুক্রবার সকালে দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নাসিরনগর যাবেন।
বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিনিধি দলে আরও আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গৌতম চক্রবর্তী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহান। বাকি দুজনের নাম জানা যায়নি।
ফেইসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগ তুলে গত রবিবার নাসিরনগরে ১৫টি মন্দির ও কয়েকশ হিন্দুবাড়িতে ব্যাপক তাণ্ডব চালানো হয়। ঘটনার পর দুই/আড়াই হাজার জনকে আসামি করে দুটি মামলা করা হয়। তাণ্ডবে জড়িত সন্দেহে আটক করা হয় নয়জনকে।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় পুলিশ অনেকটাই নিষ্ক্রিয় ছিল। তারা তৎপর থাকলে ক্ষয়ক্ষতি কমানো যেতো। দায়িত্বে অবহেলার অভিযোগে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদেরকে প্রত্যাহার করা হয়।
চলতি বছরের শুরুর দিকে একটি ঘটনাকে কেন্দ্র করে ব্রাক্ষণবাড়িয়ার সুর সম্রাট আলাউদ্দী খাঁ সঙ্গীতাঙ্গনে তাণ্ডব চালায় মাদ্রাসা ছাত্ররা।