ফেসবুকে পবিত্র কাবাঘর নিয়ে ব্যঙ্গচিত্র, আটক যুবকের ফাঁসির দাবিতে উত্তাল নাসিরনগর, কর্মসূচি ঘোষণা
এস.এম.বদিউল আশরাফ(মুরাধ মৃধা) :: নাসিরনগরে রসরাজ নামে এক যুবক ফেসবুকে পবিত্র কাবাঘর নিয়ে ব্যঙ্গচিত্র করার দায়ে পুলিশের কাছে আটকের পর তার ফাঁসির দাবিতে নাসিরনগর উত্তাল হয়ে পড়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত, বর্তমানে উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে।
এর আগে, বিকাল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত টায়ারে আগুন দিয়ে সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় জনতা। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এদিকে, ফেসবুকে পবিত্র কাবাঘর নিয়ে ব্যঙ্গচিত্র করার ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্মসূচি দিয়েছে কয়েকটি ইসলামী সংগঠন।
আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর উপজেলার আহবায়ক মাওলানা রিয়াদুল করিম জানান, আটক যুবকের সর্বোচ্চ শাস্তি নিশ্চতের দাবিতে রবিবার সকাল ১০টায় নাসিরনগরে বিক্ষোভ ও শান্তিপূর্ণ সমাবেশ করবেন তারা।
উল্লেখ্য, জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস(৩০) নামের এক যুবক পবিত্র কাবাশরীফ ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। সকাল ১১টায় ফেসবুকে রসরাজ দাসের টাইম লাইনে এলাকার মুসলিম সম্প্রদায়ে কিছু লোক দেখতে পেলে ফেসবুকে ব্যপক প্রতিক্রিয়া শুরু হয়। এলাকার লোকজন জানতে পেরে তাকে ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে পুলিশ এসে রজরাজ দাসকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম ব্রাহ্মণাবাড়িয়াটোয়েন্টিফোরডটকম কে জানান, পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে। এলাকার কেউ বাদী না হলে তার বিরুদ্ধে নাসিরনগর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।